![]() |
Advertisement |
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে দুজনেই বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৫ অক্টোবর গুলশান থানায় ডিআইজি মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে গত ৯ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করা হয়। সেহেতু তাঁকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)–এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত ৮ জানুয়ারি গোপালগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। সেই মামলায় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার আবদুল মান্নানকে (সাবেক সিলেট জেলা পুলিশ সুপার) গ্রেপ্তার দেখিয়ে ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাই পুলিশ সুপার আবদুল মান্নানকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)–এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
0 Comments: