![]() |
Advertisement |
এইচ,এম, সাইফ উদ্দীন আল-আজাদ, কুষ্টিয়া। এইচ,এম, সাইফ উদ্দীন আল-আজাদ, কুষ্টিয়া।
মহানবী [সঃ] ও মা আয়েশা [রাঃ] এর প্রতি চারিত্রিক অবমাননার প্রতিবাদে উলামায়ে কেরামদের বিক্ষোভ
হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে কুষ্টিয়া জেলার বিভিন্ন মসজিদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসসহ তৌহিদী জনতার ব্যানারে বিভিন্ন ইসলামী সংগঠন এসব প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এসব সমাবেশে ভারতে মহানবী (সা.)কে কটুক্তির তীব্র নিন্দা জানানো হয়। এসময় ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘ইসলামরে শত্রুরা, হুঁশয়িার সাবধান’ ‘নুপুর র্শমার দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেয় হাজার হাজার জনতা।কুষ্টিয়া ইমাম ঐক্য পরিষদের পক্ষ থেকে বা”দ জুমআ শহরের ত্রিমহনী কেন্দ্রীয় বাজার মসজিদের সামনে এক বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়,এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাওঃ ইব্রাহীম খলিল মুজাহিদ,বিশেষ অতিথি হিসেবে বিক্ষোভ মিছিলে বক্তব্য প্রদান করেন মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ, মাওঃ আলআমিন হুসাইন বিন ফারুকী,হাফেজ আব্দুস সামাদ,মাওঃ আব্দুল্লাহ আল মামুন সহ অসংখ্য নবীন ও প্রবীণ ওলামায়ে কেরামগণ।
সমাবেশে মাওঃ ইব্রাহীম খলিল মুজাহিদ বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের একের পর এক ইসলাম ও মানবতার মুক্তির দূত মহানবী (সাঃ) এবং তাঁর পরিবার নিয়ে কটুক্তি সারা বিশ্বের মুসলমানদের চরমভাবে ক্ষুব্ধ করেছে।প্রধান অতিথি আরো বলেন, নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদেরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। নেতৃবৃন্দ ভারতের মোদি সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত থেকে মুসলিম উৎখাতের ষড়যন্ত্র সফল হবে না।
বিশেষ অতিথি মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ বলেন, ভারতীয় কিছুসংখ্যক উগ্রবাদী গোষ্ঠী বারবার মুসলিম উম্মাহ, ইসলাম মূল্যবোধ, ইসলামী অনুশাসনের বিরুদ্ধে বারবার বিষোদগার করেছে। তারই ধারাবাহিকতায় ক্ষমতাসীন দলের মূখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল আমাদের আবেগের জায়গা, যাকে আমরা আমাদের প্রানের চেয়েও ও অধিক ভালোবাসি সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মু’মিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রা.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। যা ক্ষমার অযোগ্য।
0 Comments: