![]() |
Advertisement |
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সহ যুবক আহত
মোঃ বনি (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি
ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় মোস্তফা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১২ জুন (রবিবার) আনুমানিক সকাল ১০,১০ এর সময় হরিনাকুন্ডু উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়নের কাছারি তোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাছারি তোলা গ্রামের মৃত
ইজ্জত আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মোস্তফা তার বাড়ির সামনে পাকা রাস্তার উপর দাড়িয়ে থাকলে,দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেওয়ায় রাস্তার উপর ছিটকে পড়ে। এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিক্যাল সার্জনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, রুগীকে সকাল ১০.৪৫ মিনিটে ইমার্জেন্সিতে নিয়ে আসলে তাকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়। রুগীর মাথার পেছনে ও নাক কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ দেখা গিয়েছিলো। রুগীর অবস্থা অবনতি হলে আমরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বিশেষ ভাবে পরামর্শ দিয়েছিলাম। আমরা সার্বক্ষণিক রুগীর চিকিৎসার কাজে নিয়োজিত ছিলাম তবে ১১ঃ১০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান ডাঃ খন্দকার বনি আমিনা। আরও বলেন মোটরসাইকেল চালক মোঃ রতন আলী গুরুতর ভাবে আহত হয়েছেন এবং রতন আলীকেউন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সাস্থ্য কমপ্লেক্সে পেরন করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর তদন্ত রিয়াজুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
0 Comments: